RupantorPay.com কেমনভাবে ব্যবহার করবেন?

 সাধারণ ইউজারদের জন্য: ১. অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন RupantorPay.com ওয়েবসাইটে গিয়ে Sign Up বা Register অপশন সিলেক্ট করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। মোবাইল নম্বর, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। ২. লগইন করা রেজিস্ট্রেশনের পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। ৩. ব্যালেন্স দেখা Dashboard থেকে আপনার অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স দেখতে পারবেন। ৪. মোবাইল রিচার্জ মোবাইল নাম্বার ও অপারেটর সিলেক্ট করে যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করতে পারবেন। ৫. বিল পেমেন্ট বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট বা অন্য যেকোনো ইউটিলিটি বিল RupantorPay দিয়ে পেমেন্ট করতে পারবেন। ৬. টাকা সেন্ড / রিসিভ RupantorPay ইউজারদের মাঝে টাকা ট্রান্সফার করা যাবে। ৭. লেনদেন ইতিহাস Dashboard-এর Transaction History সেকশনে গিয়ে আপনার সব লেনদেন দেখতে পারবেন। ????‍???? মার্চেন্টদের জন্য: ১. Merchant Panel Access RupantorPay-এ মার্চেন্ট হিসেবে অ্যাকাউন্ট খুললে আপনি পাবেন একটি আলাদা মার্চেন্ট প্যানেল। ২. Payment Gateway Integration ওয়েবসাইট বা অ্যাপে RupantorPay-এর API ব্যবহার করে পেমেন্ট গেটওয়ে যুক্ত করতে পারবেন। ৩. Invoice বা Checkout তৈরি মার্চেন্টরা কাস্টমারদের জন্য ইনভয়েস বা পেমেন্ট লিংক তৈরি করতে পারবেন। ৪. Transaction রিপোর্ট দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট দেখতে পারবেন। ৫. Withdrawal আপনার আয় RupantorPay ব্যালেন্স থেকে বিকাশ, নগদ বা ব্যাংকে উইথড্র করতে পারবেন।